বাউসা ইউনিয়নের ভৌগলিক ও অর্থনৈতিক অবস্থান
বাউসা ইউনিয়ন বাজশাহী জেলা ও নাটোর জেলার সীমান্ত বর্তী একটি ইউনিয়ন। বাউসা ইউনিয়নের পূর্বদিকে নাটোর জেলার লালপুর থানা, দক্ষিনে লালপুর উপজেলার কিছু অংশ এবং বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন। পশ্চিমে চারঘাট উপজেলার বায়া লক্ষিপুর ইউনিয়ন। উত্তরে আড়ানী উইনিয়ন ও পৌরসভা।
অর্থনেতিক অবস্থা বাউসা ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা মুলত কৃষি নির্ভর। কৃষির উপর নির্ভর করেই এখানকার অর্খনৈতিক অবস্থা পরিচালিত হয়। উৎপাদিত কৃষি পন্যে মধ্যে থান, পাট, ইক্ষু, আম,মসুর, পেঁয়াজ, রসুন , কচু, পটল, ইত্যাদি। এছাড়াও খেজুরের গুড় হতে প্রচুর পরিমান অর্ত উর্পাজিত হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস