Location
বাউসা ভোকেশনাল এর সাথেই রাস্তার দক্ষিন পাশে অবস্থিত
Transportation
পলান সরকার পাঠাগারটি বাউসা ইউনিয়নের প্রান কেন্দ্র বাউসা ইউনিয়ন পরিষদের সামান্য পূর্ব-দক্ষিনে অবস্থিত। এখানে যাওয়ার মূল যানবহন রিক্সা অটো রিক্সা ও শ্যালো ভ্যান এছাড়াও ব্যাক্তিগত যে কোন গাড়ীতে যাওয়া যায়। রাজশাহী হতে বাস যোগে পুঠিয়া হয়ে আড়ানী যেতে হবে তারপর আড়ানী হতে ৫ কিঃমি রাস্তা রিক্সা অটো রিক্সা বা শ্যালো ভ্যানে যেতে হবে। আড়ানী-দীঘা রোডের সাথেই পাঠাগারটি অবস্থিত।
Details
সাদা মনের মানুষ পলান সরকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন। তিনি নিজ নামে একটি পাঠাগার নির্মান করেন। দেশী বিদেশী বিভিন্ন দাতা সংস্থা পাঠাগারে অনেক অনুদান দিয়ে থাকেন। প্রতিদিন অনেক দর্শনার্থী পাঠাগারটি পরিদর্শনে আসেন।